September 16, 2024, 7:19 pm

লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০

লক্ষিপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে তমিজ মার্কেট এলাকার সদর উপজেলা চেয়ারম্যান টিপুর বাসার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শহরের চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাবেক জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বাজার সড়কে অবস্থান নেন। এ সময় তারা জয়বাংলা স্লোগান দিতে থাকে। একই সঙ্গে তারা নামাজ শেষে সাধারণ মুসল্লিদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে আহ্বান করে।

তবে এ সময় শহরের বিভিন্ন দোকান ও গলির মুখে আন্দোলনকারীরা বিক্ষিপ্ত অবস্থান নেন। যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরও সরে যেতে অনুরোধ করেন। এক পর্যায়ে পুলিশের অনুরোধে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরাও সরে গিয়ে তমিজ মার্কেট এলাকায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অবস্থান নেন।

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল শেষে কোটা সংস্কার আন্দোলনকারীরা বাজার ব্রিজ থেকে মিছিল নিয়ে বের হন। এতে পুলিশ বাধা দেয়। তবে পুলিশের বাধা ভেঙে মিছিলটি সামনের দিকে এগিয়ে যায়। তখনই শিক্ষার্থীদের ধাওয়া করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেয়। এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক কালবেলাকে বলেন, লক্ষ্মীপুর শান্ত ছিল। সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে ছিল। চেয়ারম্যানের উসকানিতেই ঘটনাটি ঘটেছে। উনি নেতাকর্মীদের নিয়ে এখানে অবস্থান না নিলে এমন পরিস্থিতি হতো না। আমাদের উপস্থিতিতে তারা এখানে অবস্থান নেবে কেন? আমরা যদি আওয়ামী লীগের লোকজনকে ভেতরে না রাখতাম তাহলে লক্ষ্মীপুরে আগুন লেগে যেত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD