September 8, 2024, 3:12 am

কুড়িগ্রামের উলিপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন

উলিপুর প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম চরাঞ্চলের বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। ভাঙন এলাকা পরিদর্শন শেষে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর এলাকায় ১৩০ পরিবারের মাঝে প্রতি প্যাকেজে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়া, ১০০ গ্রাম ধনিয়া ও ১০টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, সহকারী কমিশনার ভূমি কাজী মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD