September 7, 2024, 11:37 pm

রংপুর বিভাগে ১৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ

রংপুর প্রতিনিধি: রংপুর বিভাগের আট জেলায় শুক্রবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এদিন সকাল ৬টার আগ পর্যন্ত এবং সন্ধ্যা ৭টার পর থেকে শনিবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য দিনের মতো শুক্রবারও সেনাবাহিনীর সঙ্গে বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।

রংপুরে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল রাখা হয়। ফলে সকাল থেকেই নগরীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। ব্যবসাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, ব্যাংক-বিমা, আদালতে স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালিত হয়। ট্রেন চলাচল বন্ধ থাকলেও জেলার কয়েকটি রুটে আন্তঃজেলা বাস চলাচলের পাশাপাশি রংপুর থেকে বেশ কয়েকটি ঢাকাগামী বাস ছেড়ে গেছে। পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো জেলায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর মহানগরসহ জেলায় সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। কারফিউ শুরুর পর থেকে রংপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ছাড়া বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা কাজ করছেন।

এদিকে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদ সম্মেলন করে জানান, শুক্রবার ও শনিবার ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হবে। আর বাকি জেলাগুলোর কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

তিনি আরও বলেন, আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান চলবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এসময় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD