September 7, 2024, 11:33 pm

চট্টগ্রামে শুক্রবার ১২ ঘণ্টা শিথিল কারফিউ

চট্রগ্রাম প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ন্ত্রণে দেওয়া কারফিউ আগামীকাল শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টা শিথিল থাকবে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এদিন সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলায় বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এ দুইদিন সকাল থেকেই নানান প্রয়োজনে ঘর থেকে বের হন নগরবাসী।

বৃহস্পতিবার অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ ছিল সড়কগুলোতে। কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলছে দূরপাল্লার যানবাহন। সকাল থেকে নগরে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD