September 7, 2024, 11:19 pm

তিন হাজারের বেশি ভারতীয় নাগরিক বাংলাদেশ ছেড়েছে

যমুনা নিউজ বিডি: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ-ভারত স্থলবন্দর দিয়ে ৩ হাজারের বেশি ভারতীয় নাগরিক দেশটিতে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিএসএফ।

সংস্থাটি জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশ ছেড়েছেন এদের বেশির ভাগই ছাত্র। গত এক সপ্তাহে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৭ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন।

বিএসএফ জানায়, তাদের নাগরিকদের পাশাপাশি নেপালের ১ হাজার ১৬৮ জন, ভুটানের ৬৬ জন, মালদ্বীপের ২ জন ও কানাডার ১ জন বাংলাদেশের স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। এদের পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে ৪১ জন ভারতে প্রবেশ করেছে। ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের মধ্যে সিংহভাগ সাধারণ ছাত্র।

সংস্থাটির হেডকোয়ার্টারের অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী বলেন, ‘বাংলাদেশ-ভারতের বর্ডারে অপারেশন অ্যালার্ট চালু করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে যাতে কোনো অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে সেদিকে সোচ্চার অবস্থান নিয়েছে বিএসএফ।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD