October 18, 2024, 2:54 am

হামলায় আহত সেই ছাত্রলীগ নেতা ডিএল রাকিব মারা গেছেন

যমুনা নিউজ বিডি: আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন হামলায় আহত হওয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছাত্রলীগ নেতা ডিএল রাকিব। তিনি উপজেলার দশচিড়া গ্রামের সাইদুর রহমান লাভলুর ছেলে। উলাইল ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৭ জুলাই পূর্ব শত্রুতার জেরে হামলা হয় রাকিবের ওপর। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেলে স্থানান্তর করলেও সেখানে আজ তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি। হামলা এবং মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD