September 7, 2024, 11:58 pm

আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে গোল্ডেন বুট পেলেন মার্তিনেজ

যমুনা নিউজ বিডি: কোপা আমেরিকার ফাইনালে আজ শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দর্শকদের বিশৃঙ্খলার কারণে দুই দলের ম্যাচটি শুরু হতে দেরি হয় ১ ঘন্টা ১০ মিনীত। এরপর প্রথমার্ধে আলবিসেলেস্তেদের উপর আক্রমণের ছড়ি ঘুরিয়েছেন জেমস রদ্রিগেজরা। তবে প্রথমার্ধ গোল শূন্য কাটার পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাইয়নি কোনো দলই। তবে অতিরিক্ত সময়ে জালের দেখা পায় স্কালোনির শিষ্যরা।

নির্ধারিত নব্বই মিনিট পর দুই দলের ম্যাচটি সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও বারবার আক্রমণে গেছে কলম্বিয়া। তবে কোনোবারই রক্ষণ ভেঙে জালের দেখা পায়নি দলটি। এদিকে ডি মারিয়া-মার্তিনেজদের গোলের প্রচেষ্টাও সফল হয়নি।

তবে ১১২ মিনিটে ডেডলক ভাঙে আলবিসেলেস্তেদের। লো সেলসোর বাড়িয়ে দেয়া বল দখলে নিয়ে ডানদিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত এক শটে গোল করেন লাওতারো মার্তিনেজ। তাঁর করা এই একমাত্র গলেই শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছে আর্জেন্টিনা, নিশ্চিত হয়েছে তাদের টানা দ্বিতীয় কোপা শিরোপা জয়।

এদিকে আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে এবারের আসরে টুর্নামেন্টে গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন মার্তিনেজ। এবারের আসরে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছেন ইন্টার মিলানের হয়ে খেলা এই ফুটবলার।

এবারের আসরে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। তবে গ্রুপ পুর্বের সেই তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন তিনি। কানাডার বিপক্ষে ম্যাচে দলের হয়ে দ্বিতীয় গোলটি করার পর তাঁর একমাত্র গলেই চিলির বিপক্ষে ম্যাচে জয় পায় আর্জেন্টিনা।

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলা মার্তিনেজকে তাই তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে তাকে শুরুর একাশে রাখেন কোচ স্কালোনি। সেই ম্যাচে জোড়া গোল করে কোচের ভরসার প্রতিদান দেন তিনি। প্রথম তিন ম্যাচেই চার গোলের দেখা পাওয়া মার্তিনেজ ফাইনালেও দলকে এগিয়ে দিলেন। তাঁর একমাত্র গলেই শিরোপা ওঠলো মেসিদের হাতে। টুর্নামেন্টে মোট ৫ গোল করে তাই যোগ্য দাবিদার হিসেবেই গোল্ডেন বুট জিতলেন মার্তিনেজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD