September 7, 2024, 11:20 pm

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ উইন্ডিজের

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ উপলক্ষে সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

পূর্ণাঙ্গ এই সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দুই টেস্টের জন্য দুটি আলাদা ভেন্যু হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ খেলা হবে একই ভেন্যুতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম খেলবে টেস্ট সংস্করণে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৮ ডিসেম্বর। পরের দুইটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। আরেক দিকে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ১৫ ডিসেম্বর। পরের দুইটি ম্যাচ ১৭ ও ১৯ ডিসেম্বর।

এক নজরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

প্রথম টেস্ট: ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট: ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা

প্রথম ওয়ানডে: ৮ ডিসেম্বর, সেন্ট কিটস

দ্বিতীয় ওয়ানডে: ১০ ডিসেম্বর, সেন্ট কিটস

তৃতীয় ওয়ানডে: ১২ ডিসেম্বর, সেন্ট কিটস

প্রথম টি-টোয়েন্টি: ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

তৃতীয় টি-টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD