October 18, 2024, 3:21 am

বগুড়া শহরের সেলিম হোটেলের এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া শহরের সেলিম হোটেলে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানকালে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশসহ প্রতিষ্ঠানটির নানা অনিয়মের কারণে এক লাখ টাকা জরিমানা কারা হয়।

জানা গেছে, অভিযানকালে সেলিম হোটেলের রান্না ঘরে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করে রাখা হয়। রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবারসহ পঁচা-বাসি খাবার যথাযথ লেবেল সংযোজন ছাড়াও মজুদ করতে দেখা যায়। এছাড়াও বাধ্যতামূলক নিবন্ধন ছাড়া অনিবন্ধিত অবস্থায় পরিচালনা করা হচ্ছিল হোটেলটি। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান। অভিযানকালে বগুড়া নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, মনিটরিং অফিসার আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা। এছাড়াও বগুড়া জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD